বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরাক-সিরিয়ায় মার্কিন অভিযানের নিন্দায় ইরান ও ইরাক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:৪৬

ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত কাতায়েব হিজবুল্লাহের ঘাঁটিতে অভিযানের কড়া নিন্দা জানিয়েছে ইরান ও ইরাকের সরকার। ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঐ বিমান হামলায় ইরাকে ২৫ যোদ্ধা নিহত ও ৫৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে কাতায়েব গোষ্ঠীর ৪ জন কমান্ডারও আছে। যুক্তরাষ্ট্র বলছে, এই অভিযান ছিল প্রতিশোধের। দুই দিন আগে দুই মার্কিন ঠিকাদার নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। ইরান হামলার নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদেরই সমর্থন দিল। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি এই অভিযানকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে মন্তব্য করেছেন। ইরাকের এক শিয়া নেতা যুক্তরাষ্ট্রকে এই অভিযানের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। -আল জাজিরা