শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ নামে নতুন মঞ্চের ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:৪৭

 ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ নামে নতুন মঞ্চের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। একাদশ সংসদ নির্বাচনের বার্ষিকীতে ভোট ডাকাতির প্রতিবাদে গতকাল সোমবার ঢাকায় এক সমাবেশে নতুন এই প্ল্যাটফরমের ঘোষণা দিয়ে মান্না বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে এবার সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’-এর ব্যানারে সমাবেশের মঞ্চে মান্নার সঙ্গে ছিলেন ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও গণফোরামের জগলুল হায়দার আফ্রিক। জমিয়তে উলামায়ে ইসলামের নুর হোসাইন কাসেমীও ছিলেন। আলোকচিত্রী শহিদুল আলম, অধ্যাপক আসিফ নজরুলের পাশাপাশি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা দলের শাহ মো. আবু জাফর, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ এতে বক্তব্য রাখেন।

সমাবেশের সভাপতি মান্না বলেন, আজকে এখানে একটা সংগঠনের কথা বলেছি, সেটা হচ্ছে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’। এটা নাগরিক ঐক্যের না, এটা বিএনপির না, এটা কোনো দলের না। এটা সবার।