শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগান প্রেসিডেন্ট ঘানি পুন:নির্বাচিত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৭

আফগানিস্তানে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পুননির্বাচিত হয়েছেন। বিরোধীরা এই ফল প্রত্যাখ্যান করেছেন। ভোটাভুটির প্রায় পাঁচ মাস পর গতকাল এই ফল ঘোষণা করা হয়। গত ১৯ অক্টোবর ফল ঘোষণার কথা ছিল। গতকাল স্বাধীন নির্বাচন কমিশন জানায়, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আশরাফ ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়েছেন। আর প্রধান প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ। নির্বাচনে কারচুপির অভিযোগ করেছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। ফলে ফের ভোট গণনা করা হয়। গত পাঁচ বছর ধরে ঘানি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঐকমত্যের সরকার চালিয়ে আসছেন। এই ফল এমন সময় ঘোষণা করা হলো যখন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটা সমঝোতা হচ্ছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ ফল প্রত্যাখ্যান করে আরেকটি সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। -আল জাজিরা