শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাজীপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে তিন জন দগ্ধ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০০:১৯

গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। গতকাল সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নির্মল চন্দ্র সরকার (৪৫), তার স্ত্রী চায়না চন্দ্র সরকার (৩৮) ও ছেলে নিপু চন্দ্র সরকার (১৩)। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চায়নার বড়ো ভাই পরিতোষ চন্দ্র সরকার জানান, তার বোন পরিবার নিয়ে কাশিমপুর ইউসুফ মার্কেটের পাশে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। চায়না একটি গার্মেন্টে চাকরি করেন। আর ঐখানেই তার স্বামীর টেইলার্সের একটি দোকান রয়েছে। তার ছেলে স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করে।

দগ্ধ চায়না জানান, ভোরে তিনি রান্নাঘরে গ্যাস লাইটার জ্বালান। সঙ্গে সঙ্গে সেটিসহ চুলা বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা তিন জনই দগ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তিন জনের অবস্থাই আশঙ্কাজনক। চায়নার শরীরে ৯৫ শতাংশ, নির্মলের ১০০ শতাংশ ও নিপুর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।