শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টাঙ্গাইলে ট্রাক উলটে ছয় জন নিহত

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০০:২৬

টাঙ্গাইলে ট্রাক উলটে ছয় জনসহ সড়কে আট জন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

টাঙ্গাইল : টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উলটে ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়ার আলেক মিয়া (৪৫), একই জেলার দেলোয়ার হোসেন বাবু (৩০), রংপুর জেলার ষটিবাড়ি গ্রামের আব্দুল্লাহ (৩০) ও গোপালপুর উপজেলার চরবাধাই গ্রামের জুলহাস উদ্দিন (৫০)। বাকি দুই জনের পরিচয় পাওয়া যায়নি। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকার কাওরান বাজার থেকে ট্রাকে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন।

পীরগাছা (রংপুর): পীরগাছায় অটোরিকশা খাদে পড়ে কুতুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত ও আরো তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল রংপুর-পাওটানা সড়কে উপজেলার বড়দরগায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে অফিসে যাওয়ার পথে দুই অটোরিকশার সংঘর্ষে মো. হায়দার আলী (৫৩) নামে এক পোশাক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি পঞ্চগড়ের বোদা এলাকায় এবং স্থানীয় জাহিন টেক্সটাইল লিমিটেড নামের পোশাক কারখানার সহকারি ব্যবস্থাপক।