বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরগুনার আমতলী থানায় মৃত্যু

ওসিসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের এক আইনজীবীর

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০০:২৪

বরগুনার আমতলী থানায় পুলিশ হেফাজতে সন্দেহভাজন এক আসামির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার বরাবর ঐ অভিযোগ ইমেইলে পাঠানো হয়েছে। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর ৬ ও ৭ ধারা মোতাবেক এ অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান।

ঐ ঘটনায় প্রত্যাহারকৃত থানার ওসি মো. আবুল বাশার, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও সহকারী উপপরিদর্শক আরিফ হোসেনের বিরুদ্ধে ঐ অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে এই তিন জনকে সাময়িক বরখাস্ত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। 

অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘শানু হাওলাদার নামে সন্দেহভাজন এক ব্যক্তি থানায় ওসির কক্ষে মারা গেছেন। এ ঘটনায় চার দিনেও কোনো মামলা হয়নি। দেশের সচেতন নাগরিক হিসেবে লিখিতভাবে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশ এই অভিযোগ নথিভুক্ত করলে ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হবে। আইনে তৃতীয় পক্ষের বাদী হয়ে মামলা বা অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।