শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০ সঙ্গিনী নিয়ে জার্মানির হোটেলে সেলফ আইসোলেশনে থাই রাজা

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০০:২৫

করোনা ভাইরাসের কোনো টিকা এখনো আবিষ্কার হয়নি। তাই স্বেচ্ছায় গৃহবন্দি থাকাটাই এখন বাঁচার সেরা উপায়। বিশ্বব্যাপী সাধারণ মানুষও সেই নিয়ম মেনে বাসার মধ্যে আইসোলেশনে আছেন। তারা হয় টিভি দেখছেন, পত্রিকা পড়ছেন বা বই পড়ছেন। কিন্তু আইসোলেশনকে ভিন্ন দিকে নিয়ে গেলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।

জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সি থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন সঙ্গিনী এবং বহু চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কি-না তা জানা যায়নি। দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুকিং দিয়েছেন। এদিকে রাজার এমন কর্মকান্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন। ইতিমধ্যে দেশটির টুইটারে হ্যাশট্যাগ ‘হোয়াই ডু উই নিড অ্যা কিং’ ট্রেন্ডের তালিকায় উঠেছে। থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেওয়ার বিধান আছে। তার পরও সমালোচনা অব্যাহত আছে। ইতিমধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯ জন।