শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাধারণ রোগের চিকিত্সাও দিচ্ছে সেনাবাহিনী

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০০:২৩

দেশের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। গতকাল সোমবার এই কার্যক্রমের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুর, সবুজবাগ ও ওয়ারী এলাকায় মেডিক্যাল ক্যাম্প বসিয়ে সাধারণ রোগের চিকিত্সাও দিয়েছে। এছাড়া অনেক এলাকায় ত্রাণ বিতরণ করেছে।

জানা গেছে, মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে মেডিক্যাল ক্যাম্পে ২০০ রোগীর চিকিত্সা দিয়েছেন তারা। এর মধ্যে সাধারণ জ্বর-কাশি-সর্দিসহ মৌসুমি রোগ ব্যাধির চিকিত্সা দেওয়া হয়। পাশাপাশি অনেক এলাকায় রোগীদের কিছু ওষুধও দেওয়া হয়েছে। সবুজবাগ ও ওয়ারীতেও একইভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা রাস্তায় নেমে হ্যান্ড মাইক দিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে অনুরোধ করেন। পাশাপাশি পানির গাড়ি দিয়ে জীবাণুনাশকও ছিটানো হয়। সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পে কয়েকশ মানুষ সাধারণ রোগের চিকিত্সা নিয়েছেন।