শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডোপ টেস্টে পজিটিভ চাকরি হারাচ্ছেন ২৬ পুলিশ সদস্য

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডোপ টেস্টে পজিটিভ পুলিশের ২৬ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার //বি, লেন-১৪, ব্লক-, সেকশন-১০, মিরপুর ঢাকায় অবস্থিত ডিএমপির নবসৃষ্ট ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে তিনি কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দিব না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছেন এবং রাস্তা থেকে ফিরে এসেছেন। পুলিশ সদস্য যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। বিষয়ে কোনা রকম শিথিলতা দেখানো হচ্ছে না। সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) কে এম হাফিজ আক্তার প্রমুখ