শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সে সন্ত্রাসী হামলার জেরে সিঙ্গাপুর থেকে ১৫ বাংলাদেশিকে ফেরত

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:২৪

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে দেশটির দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকা খবর দিয়েছে যে দেশটিতে কর্মরত ১৫ বাংলাদেশি নির্মাণশ্রমিককে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর ঐ বাংলাদেশিরা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল, যা সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। তবে এসব পোস্টে কী ছিল, তা কর্তৃপক্ষ জানায়নি। উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে এক জন বাংলাদেশি বর্তমানে সিঙ্গাপুরে আটক আছেন। আহমেদ ফয়সাল নামে ঐ বাংলাদেশিকে ২ নভেম্বর আটক করা হয়েছে।

এদিকে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের ইমিগ্রেশন বিভাগের এক জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে ১২ জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে বলে তারা শুনেছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।