শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাইডেনকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:২৪

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠার আশা করেছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে দেওয়া অভিনন্দন বার্তায় শি জিনপিং এই আশা প্রকাশ করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার

শি জিনপিং বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কটা এমন হবে যাতে দুই দেশেরই জয় হয়। তিনি বলেন, আশা করি, দুই দেশ সংঘাত ও বিরোধের দিকে না গিয়ে একে অপরকে শ্রদ্ধা করবে। বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, দুই দেশ সহযোগিতা, মতপার্থক্য দূর ও স্থিতিশীল সম্পর্ক জোরদারের ওপর জোর দেবে। এদিকে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানও বাইডেনের রানিংমেট নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে করোনা ভাইরাস ও বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। গত ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর অনেক দেশ অভিনন্দন জানালেও চীন ও রাশিয়া জানায়নি। তবে গত ১৩ নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেনকে অভিনন্দন জানালেও প্রেসিডেন্ট শি জিনপিং ছিলেন নিশ্চুপ।