বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় মারা গেলেন প্রবীণ ভারতীয় রাজনীতিক আহমেদ প্যাটেল

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:২৭

ভারতের প্রবীণ রাজনীতিক আহমেদ প্যাটেল মারা গেছেন। গতকাল বুধবার দিল্লির মেদান্ত হাসপাতালে তার মৃত্যু হয়। মাসখানেক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অন্যতম রাজনৈতিক পরামর্শদাতা আহমেদ প্যাটেল। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। কোভিড-১৯-পরবর্তী শারীরিক জটিলতাতেই প্যাটেলের মৃত্যু হয়েছে বলে তার ছেলে টুইটার বার্তায় জানিয়েছেন।

আহমেদ প্যাটেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। সোনিয়া গান্ধী বলেছেন, ‘বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম। এই ক্ষতি অপূরণীয়।’ তিনি শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উপদেষ্টা ছিলেন আহমেদ প্যাটেল। দীর্ঘদিন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটার বার্তায় শোক প্রকাশ করেন এবং তার ছেলে ফৈজলের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, সমাজের সেবায় বহু বছর কাটিয়েছেন আহমেদ প্যাটেল। কংগ্রেস দলকে শক্তিশালী করতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ক্ষুরধার মস্তিষ্কের জন্য তিনি বরাবরই পরিচিত। উল্লেখ্য, সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে এক দিনে ২ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ১ লাখের বেশি। বিশ্বের মোট আক্রান্তের ৪৪ শতাংশ এবং মৃত্যুর ৪৯ শতাংশ ইউরোপে। —আনন্দবাজার পত্রিকা