বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবারও হচ্ছে না নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

গত বছরের মতো এবারও করোনা ভাইরাসের কারণে সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পুরস্কার প্রদানকারী সংস্থা নোবেল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, মহামারি পরিস্থিতির উন্নতি হয়েছে বলে অনেকেরই মনে হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা এখনও সেই বাস্তব অবস্থায় পৌঁছাইনি। গত বছরের মতো চলতি বছরও বসছে না নোবেল পুরস্কার প্রদান আসর। করোনা মহামারির কারণে এবারও অনলাইনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরস্কার জয়ীরা নিজ নিজ দেশ থেকেই নোবেল পুরস্কারের পদক ও সনদ গ্রহণ করতে পারবেন। কূটনীতিকদের মাধ্যমে পুরস্কার ও সনদ পৌঁছে দেওয়া হবে বিজয়ীদের হাতে। -রয়টার্স