শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিবাসন ইস্যুতে সুপ্রিম কোর্টে জয় পেলেন ট্রাম্প

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০০:২২

যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসীর কারাদন্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আটকে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই অনুমতি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক বিরাট জয় বলে মনে করা হচ্ছে। গতকাল সুপ্রিম কোর্টে ৫-৪ ভোটে এই অনুমতি দেওয়া হয়। রক্ষণশীল বিচারপতিরা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এবং উদারপন্থিরা বিপক্ষে রায় দেন। এদিকে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজস আছে কিনা সেই বিষয়ে মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে বিভক্তি দেখা দিয়েছে। এই কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষ মনে করা হয়। বিভক্তি স্বাভাবিক, তবে প্রশ্ন উঠেছে সিনেট কমিটি যদি ঐকমত্যে পৌছাতে না পারে তাহলে ফল কী হবে? অন্যদিকে গোয়েন্দা তথ্যে জানা গেছে, ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে ৫ লাখ ডলার দিয়েছিলেন রুশ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ। ২০১৭ সালের জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত এই অর্থ কোহেনকে দেন রুশ প্রেসেডন্ট পুতিন ঘনিষ্ট ভেকসেলবার্গ। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে তার যোগসাজসের বিষয়টি প্রমাণিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কোহেনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক ভাল নয়। - রয়টার্স ও সিএনএন