শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আঞ্চলিক শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:৩৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তির বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। তিনি আঞ্চলিক শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ইমরানকে পাঠানো এক বার্তায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। যদিও জাতীয় দিবস উপলক্ষ্যে দিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তান হাইকমিশনের অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি মোদির সরকার। খবর এনডিটিভি ও ডনের

প্রধানমন্ত্রী ইমরান খান টুইটার বার্তায় প্রধানমন্ত্রী মোদির বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মোদি বলেছেন, জাতীয় দিবসে পাকিস্তানের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাদের মঙ্গল কামনা করছি। প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং উন্নত অঞ্চল গঠনে ভারতীয় উপমহাদেশের জনগনের এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। এদিকে জাতীয় দিবস উপলক্ষ্যে দিল্লিতে পাকিস্তান হাইকমিশন একটি অনুষ্ঠানের আয়োজন করে গতকাল। কিন্তু প্রধানমন্ত্রী মোদির সরকার সেখানে কেনো প্রতিনিধি পাঠায়নি। দিল্লির অভিযোগ, অনুষ্ঠানে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই কাউকে পাঠানো হয়নি। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম চলাকালীন ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাধীনতার পর থেকে ওই দিনটিকে জাতীয় দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে পাকিস্তান।