শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে ক্যাবের ভেজালবিরোধী শোভাযাত্রা

আপডেট : ১৯ মে ২০১৯, ০০:১৪

মানিকগঞ্জ প্রতিনিধি

ভেজাল খাদ্য, কীটনাশকযুক্ত সবজি, ফরমালিন ও কার্বাইডযুক্ত ফল, মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ বর্জনের দাবিতে শনিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরে সচেতনতামূলক শোভাযাত্রা বের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা। ‘খাদ্যে ভেজাল বন্ধ করি, নিরাপদ খাদ্য গ্রহণ করি’ এ শ্লোগানে সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহীদ রফিক সড়ক ও মানিকগঞ্জ বাজারের নিমতলী সড়ক প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ বাজার ব্রিজের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম সামসুন্নবী তুলিপ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর রতন মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, খাবারে ভেজালের জন্য উত্পাদনকারী এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দায়ী। সরকারের পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযানে ফরমালিন ও কার্বাইড মিশ্রিত খাদ্য ধ্বংস করাসহ জেল-জরিমানা করা হচ্ছে; কিন্তু তাতেও তেমন কোনো লাভ হচ্ছে না। ভেজাল খাদ্য প্রতিরোধসহ সবধরনের অন্যায়ের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। ভেজালবিরোধী অভিযানে সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে পারলে চলমান ভেজাল বিরোধী অভিযান সফল হবে বলে মনে করেন তারা।