শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মায়ের মৃত্যুর যন্ত্রণা অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না

আপডেট : ১৯ মে ২০১৯, ০০:২৯

ইত্তেফাক ডেস্ক

ব্রিটিশ রাজপরিবারের সাবেক প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর নিজের যন্ত্রণার কথা প্রকাশ করেছেন ছেলে প্রিন্স উইলিয়াম। মানসিক স্বাস্থ্য নিয়ে বিবিসি’র একটি ডুকমেন্টারিতে তিনি বলেছেন, মায়ের মৃত্যুর যন্ত্রণা অন্য কারোর মৃত্যুর সঙ্গে তুলনা করা যায় না। ১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান বিশ্বের জনপ্রিয় প্রিন্সেস ডায়ানা। তখন উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর। ডিউক অব ক্যাম্ব্রিজ উইলিয়াম বলেন, ব্রিটেনের জনগনের উচিত মানসিক কষ্টের কথা প্রকাশ করা। এতে অনেক শান্তি পাওয়া যায়। তিনি বলেন, যে কোনো বয়সে বিশেষ করে তরুণ বয়সে যদি কেউ এই ধরনের যন্ত্রণা পান তাহলে তা খুব গভীর হয় এবং এটা কাটিয়ে ওঠাও খুব কষ্টকর। এটাই সবচেয়ে বড় যন্ত্রণার বিষয় বলে মনে হয়। তার মতে, আবেগ থাকবেই, কারণ আমরা কেউ রোবট নই। তবে যন্ত্রণার কথা প্রকাশ করলে তা কিছুটা হলেও কমে আসে। সাম্প্রতিক বছরগুলোতে প্রিন্স উইলিয়াম এবং তার ভাই প্রিন্স হ্যারি তাদের মানসিক কষ্ট নিয়ে কথা বলছেন। এর আগে হ্যারিও মায়ের মৃত্যুর পরের যন্ত্রণা নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছিলেন। -সিএনএন