শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিশংসনের মতো কাজ করছেন ট্রাম্প

আপডেট : ২০ মে ২০১৯, ০০:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসনের মতো কাজ করছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান জাস্টিন অ্যামাশ। এই প্রথম কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করলেন। তিনি বলেন, রুশ হস্তক্ষেপের তদন্তে গঠিত স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের কমিটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু কাজে জড়িত ছিলেন যাতে তাকে অভিশংসন করা যায়। ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত অ্যামাশ ইঙ্গিত দিয়েছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন। এদিকে ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তুলশি গ্যাবার্ড এবং সেইথ মলটন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ চান না। আবার তার পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা যুদ্ধ বাধানোর কাজটিই করছেন। তারা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছেন। এই যুদ্ধ ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। -রয়টার্স