শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধামরাইয়ে গামেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ২০ মে ২০১৯, ০১:১৭

ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন রাইজিং গ্রুপের মাহমুদা এটাস্ট লিঃ নামের একটি পোশাক কারখার শ্রমিকরা ওই কারখানার সিইও ইসমাইল চৌধুরীর নানা অনিয়ম আর নিযাতনে ক্ষুব্ধ হয়ে গতকাল রবিবার ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ধামরাই থানা পুলিশ ঘটনা স্থলে আসে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যান চলাচল স্বাভাবিক হয়। ওসি দীপক চন্দ্র সাহা বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ের জন্য মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনার উপযুক্ত পরিবেশ সৃষ্টির আশ্বাসের পেয়ে আন্দোলনরত শ্রমিকরা ঘরে ফিরে যায়।