বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রেক্সিট কার্যকরে ইইউরও সহায়তা দরকার

আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:২১

ব্রিটেনে রক্ষণশীল দলের নেতা বরিস জনসন বলেছেন, কেবল যুক্তরাজ্য চাইলেই ব্রেক্সিট কার্যকর হবে না। ইউরোপীয় ইউনিয়নেরও সহায়তা দরকার। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন। এরপর এক টুইটার বার্তায় বরিস জনসন বলেন, চুক্তি বা চুক্তিহীন যেভাবেই হোক না কেন ইইউ থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেরেমি হান্টের উদ্দেশ্যে বলেন, আপনারও উচিত ৩১ অক্টোবরের মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে একমত হওয়া। জেরেমি হান্ট বলেছিলেন, চুক্তির বিষয়ে একমত হতে পারলে ইইউর কাছে সময় আরো বাড়ানোর আবেদন জানাবেন তিনি। আগামী ২৩ জুলাই রক্ষণশীল দলের নেতা তথা ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম জানা যাবে।