শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাপ বাড়ছে ইউরোপে, প্যারিসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:২৪

কেবল বাংলাদেশ নয়, তাপমাত্রা বাড়ছে ইউরোপেও। ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন ও পর্তুগালে তাপমাত্রা তীব্র আকার ধারণ করছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে মানুষের কাছে এই মাত্রাই ৪৭ ডিগ্রির গরম অনুভূত হবে।

তাপমাত্রার প্রভাবে প্যারিসে সকল শিক্ষা প্রতিষ্ঠান গতকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। সব হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ফরাসি সরকার। মধ্য ও পূর্ব ইউরোপে উচ্চচাপ তৈরি হয়েছে। ফলে আফ্রিকা থেকে আসছে উষ্ণ বাতাস। মাদ্রিদ, প্যারিস, বেলজিয়াম, ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনের মতো শহরে আগামী ৬ দিন তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকবে। স্পেনে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জার্মানিতে তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জার্মানির পরিবহন সংস্থা গাড়ির গতিবেগও কমিয়ে দিয়েছে। গরম বাড়ায় ব্যবস্থা নিতে শুরু করেছে ইউরোপের সরকারি কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের ভবনে ঠান্ডা কক্ষ তৈরি করা হচ্ছে। রাতেও খোলা রাখা হচ্ছে সুইমিং পুল। দ্রুত পানির কল, গোসলের ফোয়ারাও তৈরি করা হচ্ছে। অনেককেই বিভিন্ন স্থানে থাকা ফোয়ারায় গোসল করতে দেখা গেছে। ভিড় জমেছে সমুদ্র সৈকতেও। - ডেইলি মেইল