বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার পূর্ণ তদন্ত চান আইসিসির কৌঁসুলি

আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:৫৮

মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নৃশংসতা, হত্যাযজ্ঞ এবং জোরপূর্বক বিতাড়নের পূর্ণ তদন্ত চান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি ফাতোও বেনসুদা। তার আবেদনের শুনানির জন্য তিন বিচারকের একটি বেঞ্চ গঠন করা হয়েছে। গতকাল বুধবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের পূর্ণ তদন্তের শুরুর পথে এগিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, এ বেঞ্চের সদস্য হবেন বিচারক রবার্ট ফ্রেমার, বিচারক ওলগা হেরেরা কারবুচ্চিয়া এবং জিওফ্রে হেন্ডারসন। কৌঁসুলি বেনসুদা বলেছেন, রোহিঙ্গা সংকটের একটি পক্ষ বাংলাদেশ আইসিসির সদস্য হওয়ার যুক্তি তুলে ধরে তিনি এ অভিযোগ তদন্তের জন্য বিচারকদের কাছে অনুমতি চাইবেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রোহিঙ্গাদের বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচারের এখতিয়ার আইসিসির বলে সিদ্ধান্ত আসার পর প্রাথমিক তদন্ত হয়।