শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি পুরো ভারতে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:৩৮

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি সমগ্র ভারতবর্ষে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে। অর্থাত্ দেশটির সরকারি চ্যানেলগুলো যেভাবে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যায়, ঠিক একইভাবে বিটিভিও দেখা যাবে। এছাড়া কয়েক মাসের মধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে সমগ্র বিশ্বে বিটিভি দেখা যাবে। গতকাল বৃহস্পতিবার সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট বিল, ২০১৯’ পাশের আগে সংসদ সদস্যদের জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১০ বছর আগে বাংলাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল ৭৫০, এখন দৈনিক পত্রিকার সংখ্যা ১৩০০। ১০ বছর আগে টিভি চ্যানেলের সংখ্যা ছিল ১০টি, আজকে ৩৪টি সম্প্রচারে আছে, ৪৫টির লাইসেন্স দেওয়া হয়েছে। অনলাইন মিডিয়া হাতেগোনা কয়েকটি ছিল। আমরা নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানিয়েছিলাম, এপর্যন্ত আট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে।

বিটিভির খবর পাঠকদের বয়স নিয়ে প্রশ্ন তোলায় তথ্যমন্ত্রী বলেন, একজন সদস্য বলেছেন, বিটিভিতে বয়স্ক মহিলাদের দিয়ে খবর পড়ানো হয়। তাহলে কি সুন্দরী তরুণীদের দিয়ে শুধু খবর পড়ানো হবে? চেহারা কি মানুষের সমস্ত গুণাগুণের মূল বিষয়, যে খবর পড়ার জন্য চেহারা সুন্দর হতে হবে? এটিই কি মুখ্য বিষয়? এটা মুখ্য বিষয় হতে পারে না।

চলচ্চিত্র শিল্পের বিকাশ নিয়ে হাছান মাহমুদ বলেন, গাজীপুরে ১০০ একর জায়গার উপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন করা হবে। সেটি বিশ্বমানের ফিল্ম সিটিতে উন্নীত করব। সিনেমা হল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ভারতেও অনেক সিনেমা হল বন্ধ হয়েছে।

শপথ নিয়েছেন বিএনপির জিএম সিরাজ

একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৬)। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।