শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমাদের তেলের ট্যাংকার আটকের চেষ্টা করেছে ইরান :যুক্তরাজ্য

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:৩৯

মাত্র এক সপ্তাহ আগে জিব্রাল্টার উপকূলে ইরানের একটি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়েছিল। সেখানে ইরানি তেলের ট্যাঙ্কারটিকে জব্দ করতে জিব্রাল্টার কর্তৃপক্ষকে সহায়তা করেছিল ব্রিটেনের রাজকীয় নৌবাহিনী। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আর এই উত্তেজনার মধ্যেই ব্রিটেনের একটি তেলের ট্যাঙ্কারকে আটকানোর চেষ্টা করেছে কয়েকটি ইরানি বোট। যুক্তরাজ্য এই অভিযোগ করেছে। তারা বলেছে, বেশ কিছুক্ষণ ধরে ট্যাঙ্কারটিকে ধাওয়া করেছিল ইরানি নৌবাহিনীর সদস্যরা। তবে শেষ পর্যন্ত ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এগিয়ে আসায় পিছু হটে ইরানি নৌ-সেনারা। এক ব্রিটিশ মুখপাত্র জানিয়েছে, তাদের রয়্যাল নৌবাহিনীর সদস্যরা তত্পর হয়ে ওঠায় ইরানি বাহিনী সেখান থেকে চলে যায়। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে একটি সুপারট্যাঙ্কার ইরান থেকে সিরিয়ায় অশোধিত তেল নিয়ে যাচ্ছে এমন সন্দেহে সেটি জব্দ করা হয়েছিল। এর জবাবে এক ইরানি কর্মকর্তা বলেছিলেন যে, তাদের জব্দ হওয়া তেলের ট্যাঙ্কারটি ছেড়ে দেয়া না হলে তাদেরও উচিত ব্রিটেনের তেলের ট্যাঙ্কার জব্দ করা। মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, ব্রিটিশ তেলের ট্যাঙ্কারকে হয়রানি করা নৌকাগুলো ইরানের বিপ্লবী গার্ডের।