শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কেরানীগঞ্জে শিশুচোর সন্দেহে গণপিটুনির শিকার ব্যক্তির মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:২২

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে আহত ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আলাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় শিশুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়। সেদিনই মিটফোর্ড থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। গতকাল রবিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে গতকাল সকালে কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে গণপিটুনিতে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।