বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের সফর বাতিলের পর ডেনমার্কের প্রশংসায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:০২

গ্রিনল্যান্ড বিতর্কের জেরে ডেনমার্ক সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ডেনমার্কের সমালোচনা করেছেন, এমনকি দেশটির প্রধানমন্ত্রীকে ‘নোংরা’ বলে মন্তব্য করেছেন। কিন্তু তারই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ডেনমার্কের প্রশংসা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পি কোফোডকে ফোন করে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেপ্পি কোফোডও যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান। গ্রিনল্যান্ড দ্বীপ বিক্রি করতে রাজি না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ডেনমার্ক সফর বাতিলের ঘোষণা দেন। -বিবিসি