শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রেক্সিটে ‘ব্যাকস্টপ পদ্ধতি’ অপরিহার্য

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:০২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ব্রিটেনের জনগনের ভোটকে শ্রদ্ধা দেখানো উচিত। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ও একক বাজারের নিশ্চয়তা বজায় রাখতে ‘ব্যাকস্টপ পদ্ধতি’ বহাল রাখতে হবে। গতকাল প্যারিসে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনায় এই কথা বলেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ। এর আগে বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছিলেন বরিস জনসন। মার্কেল বাস্তবভিত্তিক বিকল্প প্রস্তাব দিতে বরিস জনসনের প্রতি আহবান জানান। কিন্তু বরিস জনসন বরাবরই ‘ব্যাকস্টপ’ পদ্ধতিকে প্রত্যাখ্যান করে আসছেন। ব্রেক্সিট সমঝোতায় যাই আসুক না কেন আয়ারল্যান্ড দ্বীপে একটি মুক্ত সীমান্ত রাখার সর্বশেষ চেষ্টা বোঝাতে ‘ব্যাকস্টপ’ শব্দটি ব্যবহার করা হয়। এটা হলো এমন ব্যবস্থা যেখানে যুক্তরাজ্যের অন্যান্য অংশ ছাড়া শুধুমাত্র নর্দার্ন আয়ারল্যান্ডে খাদ্যদ্রব্যসহ বেশ কিছু বিষয়ে ইইউ’র নিয়ম বলবত্ থাকবে। -বিবিসি