শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দক্ষিণ আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়াতে এফটিএ চায় বাংলাদেশ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০০:২৯

ব্রাজিল, আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা থাকলেও উচ্চ শুল্কের কারণে তা ব্যাহত হচ্ছে। ফলে এসব দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত অর্থবছর বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ৬২২ মিলিয়ন ডলারের (৬২ কোটি ২০ লাখ) পণ্য আমদানি করলেও রপ্তানি করেছে মাত্র ১৮ মিলিয়ন ডলারের (১ কোটি ৮০ লাখ)। অর্থাত্ দেশটিতে রপ্তানির চেয়ে আমদানি ৩৫ গুণ বেশি। আর্জেন্টিনায় বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কেরহার মাত্রাতিরিক্ত। এ পরিস্থিতিতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে আগ্রহী বাংলাদেশ। ব্রাজিল সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী উচ্চ শুল্কহারের ইস্যুটি তুলেছেন। তিনি বলেন, উচ্চ শুল্কহারের কারণে বাংলাদেশ এসব দেশে প্রত্যাশা মোতাবেক তৈরি পোশাক রপ্তানি করতে পারছে না। এ পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত) সঙ্গে এফটিএ স্বাক্ষরে বাংলাদেশ আগ্রহী। আর্জেন্টিনার উত্পাদন ও শ্রমমন্ত্রী ডান্টে সিকার, পররাষ্ট্রমন্ত্রী হোরাসিও রেইসার এবং কৃষি, প্রাণী ও মত্স্যপালন বিষয়ক মন্ত্রী লুইস এেসভেহারের সঙ্গে আলাদা বৈঠকে এসব ইস্যু তোলেন টিপু মুনশী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কোসারের আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে এফটিএর ইস্যুটি আলোচনায় তোলা হবে বলে জানান। এছাড়া আর্জেন্টিনা কৃষি, পশুপালন, মত্স্যপালন, ক্রীড়া প্রভৃতি খাতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

এসব বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে শুল্ক কমানোর মাধ্যমে আরো বেশি পরিমাণে মানসম্পন্ন তৈরি পোশাক নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আর্জেন্টিনা বাংলাদেশের গার্মেন্টস পণ্যের আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে কমিয়ে আনলে বা এফটিএ স্বাক্ষর করে শুল্কমুক্ত সুবিধা প্রদান করলে উভয় দেশের বাণিজ্য বাড়বে। বাংলাদেশে এখন বিনিয়োগের চমত্কার পরিবেশ ও বিদেশি বিনিয়োগে সরকারের দেওয়া বিভিন্ন সুবিধার উল্লেখ করে এখানে আর্জেন্টিনাকে বিনিয়োগের আহ্বান জানান। উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার খাত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ আর্জেন্টিনা থেকে কৃষি পণ্য বিশেষত ভোজ্য তেল, শস্য, তৈলবীজ প্রভৃতি আমদানি করে।

বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, পাট, জুতা, প্লাস্টিক সামগ্রী আমদানির আহ্বান জানান।