বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনেকে বলেছিল এরশাদের অবর্তমানে দল ভেঙে টুকরো হয়ে যাবে : জি এম কাদের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এরশাদ সাহেব যখন অসুস্থ ছিলেন তখন অনেক প্রশ্ন উঠেছে—তিনি মারা গেলে জাপা থাকবে কি না! ভেঙে যাবে কি না, টুকরো টুকরো হবে কি না! অনেকে বলেছিলেন, এরশাদের অবর্তমানে দল ভেঙে চৌচির হয়ে যাবে। তাদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় জি এম কাদের জানান, জাপার কাউন্সিল ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সভায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, দলের যেসব নেতার সন্তান ছাত্রসমাজের পরিবর্তে অন্য পার্টি করেন, ভবিষ্যতে তাদেরকে কোনো নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। যদি আমি মহাসচিব থাকি, তাহলে তারা মনোনয়ন পাবেন না। তিনি বলেন, জাপা ঐক্যবদ্ধ থাকলে জি এম কাদের একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ছাত্রসমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন—পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, রেজাউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব  গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।

‘পদ-পদবি দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যায় না’

এদিকে, মঙ্গলবার জাপা চেয়ারম্যান তার উত্তরার বাসায় রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা জাপা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, রাজনীতিতে শুধু পদ-পদবি পেলেই জনগণের ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে হলে জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ।