শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেক্সিকোর কূপ থেকে উদ্ধার ৪৪ মরদেহ শনাক্ত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

মেক্সিকোতে একটি কূপের ভেতর থেকে উদ্ধার করা বহু মরদেহের মধ্যে ৪৪টিকে শনাক্ত করতে পেরেছেন ফরেনসিক বিজ্ঞানীরা। হালিসকো রাজ্যের গুয়াদালাহারা শহরের কাছে এসব মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়। মরদেহগুলো কালো রঙের ১১৯টি ব্যাগে লুকানো ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা যখন বাজে গন্ধ পাওয়ার অভিযোগ করতে থাকেন তখনই অনুসন্ধান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাদেরকে হত্যা করেছে সেই রহস্যের সমাধান হয়নি। মেক্সিকোর যেসব এলাকা অবৈধ মাদক ব্যবসার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত তার একটি এই হালিসকো। মাদক ব্যবসাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে। এর আগেও এই রাজ্যে এরকম বহু মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছিল। কর্মকর্তারা বলছেন, এবার যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর বেশিরভাগই কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। ফলে তাদেরকে চিহ্নিত করা খুব একটা সহজ ছিল না। -বিবিসি