শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এমপি জিন্নাহকে সম্পদ বিবরণীর নোটিশ দুদকের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি মো. শরিফুল ইসলাম জিন্নাহকে সম্পদ বিবরণী জানাতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমপির বগুড়ার ঠিকানায় নোটিশটি পাঠানো হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে তার সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে।

নোটিশে বলা হয়েছে—প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস তিনি (জিন্নাহ) স্বনামে/বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের ও নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উত্স ও তা অর্জনের বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।