শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোদিকেও আকাশপথ ব্যবহার করতে দেবে না পাকিস্তান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

ভারতের রাষ্ট্রপতির পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিজেদের আকাশপথ ব্যবহার করতে না দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতির আলোকে নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়া হবে না। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুরোধ আমরা পেয়েছি। আগামী ২০ সেপ্টেম্বর জার্মানি সফরে যাওয়ার সময় পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে চান নরেন্দ্র মোদি এবং এই পথেই তিনি ২৮ সেপ্টেম্বর ফিরতে চান। কিন্তু কাশ্মীরে ভারতের অত্যাচার ও নিপীড়নের কারণে ভারতের এ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানান তিনি। -বিবিসি