শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন নেই : অমিত শাহকে মমতা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫০

পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির প্রয়োজন নেই। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নর্থ ব্লকে দুই নেতার বৈঠকের পর মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, ‘অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি চালুর বিষয়ে কিছু বলেননি। তবে আমি জানিয়েছি, পশ্চিমবঙ্গে এনআরসির দরকার নেই। পশ্চিমবঙ্গে এনআরসির আতঙ্কে ডিজিটাল রেশন কার্ডের লাইনে এখনই লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকছেন।’

মমতা বলেন, ‘আমি অমিত শাহকে একটা চিঠি দিয়েছি। সেখানে বলেছি যে, আসামে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের মধ্যে অনেকেই হিন্দিভাষী, বাংলাভাষী এবং স্থানীয় আসামীয় রয়েছেন। অনেক প্রকৃত ভোটার বাদ পড়েছেন। এদিকে নজর দেওয়া উচিত।’ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উল্লেখ করে মমতা বলেন, তিনিও জানিয়েছেন বিহারে এনআরসির দরকার নেই। বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্ত নিরাপত্তার বিষয়টিও দুজনের আলোচনায় উঠে এসেছে।