বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ইব্রাহিম রিমান্ডে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫০

২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া গোদাগাড়ীর প্রতারক ইব্রাহিম আলীকে (৪২) দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তাকে রিমান্ডে পাঠায়। এর আগে ১০৯ মামলায় পলাতক ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওমর আলীর ছেলে ইব্রাহিম আলী সিদ্দিক স্টোর নামে একটি কোম্পানি খোলে। এলাকার মানুষকে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত ও থানায় ১০৯টি মামলা করেন। সিআইডি ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের তত্ত্বাবধানে একটি দল কক্সবাজার থেকে ইব্রাহিমকে গ্রেফতার করে।