শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছাত্রদলের ওপর হামলা রাজনীতির জন্য অশনিসংকেত: ফখরুল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে ‘রাজনীতির জন্য অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদলের ওপরে এ হামলা গণতন্ত্রের ওপরে হামলা। আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসী দল, ছাত্রলীগ তো বটেই। ছাত্র রাজনীতির যে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছিল ছাত্রদল, সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করার জন্যে একটা পাঁয়তারা। কারণ বিভিন্ন পত্র-পত্রিকায় গত কয়েকদিন ধরে আমরা  দেখছি যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব রকমের অন্যায়-অপকর্ম তারা করছে। সন্ত্রাস তারা সব সময় করে এসছে। সেই সন্ত্রাসের একটা নজির আজকে দেশবাসী দেখতে পেল। গতকাল হাসপাতালে চিকিত্সাধীন আহত নেতা-কর্মীদের দেখার পর বিএনপি মহাসচিব এ মন্তব্য করে এ ঘটনার নিন্দা জানান। বিকাল সাড়ে চারটায় বিএনপি মহাসচিব কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আহত নেতা-কর্মীদের দেখতে যান। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসও আহতদের দেখতে যান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলায় ২০/৩০ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় এই হামলার সময়ে দায়িত্ব পালনরত তিন সাংবাদিকও আক্রান্ত হন। এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগের হাতে বইখাতা, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়ার কারণেই শিক্ষাঙ্গনগুলো রক্তাক্ত এবং তারা নিজেরা মহাচাঁদাবাজ হিসেবে অভিষিক্ত হয়েছে।