শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৩৭

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’। এ  উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া  দেশব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও ক্রোড়পত্র প্রকাশ।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়াজন করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) উদ্যোগে সাইকেল শোভাযাত্রা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে সিরডাপ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে।