মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুকসুদপুর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সংঘর্ষের জের

একজনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:২৯

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালের সংঘর্ষের জের ধরে সন্ধ্যায় শাহ আলম (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে কুমার নদে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। টেকেরহাট সীমান্তবর্তী মুকসুদপুর উপজেলাধীন গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম একই গ্রামের মৃত আবদুল খালেক শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় সম্ভাব্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সকালে সিন্দিয়াঘাট বাজারে সাবেক চেয়ারম্যান লিটন বয়াতির অনুসারী ও বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলামের  অনুসারীদের মধ্যে সংঘর্ষ  বাধে।  এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। আহতদের নিকটতম মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে শাহ আলম রাজৈর হাসপাতালে ভর্তি চাচাতো বোনকে দেখে বাড়ি ফিরছিলেন। এরপর থেকে  তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী রাত ৭টা দিকে হাত-পা বাঁধা অবস্থায় শাহ আলমকে কুমার নদের পাড়ে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানিয়ে দেন। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।