শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরিয়া ছেড়ে যাওয়া মার্কিন সেনারা ইরাকে যাবে

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:৪৬

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে প্রত্যাহার করা সব মার্কিন সেনাকেই পুনরায় ইরাকে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষান্ত্রী মার্ক এসপার। তিনি বলেছেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১ হাজার সেনাকে ফের ইরাকে মোতায়েন করা হবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পুনরুত্থান ঠেকাতে সহায়তা করার জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এই সেনাদের দেশে ফিরিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর রাস আল-আইন ছেড়ে চলে যাওয়ার পর শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্কের সেনাবাহিনী। এক সপ্তাহ আগেই তুরস্ক শহরটির দখল নেওয়ার কথা জানালেও কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল। -বিবিসি