শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এনসিএলের পঞ্চম রাউন্ড আজ শুরু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:৪৭

ভারত সফরে আছে বাংলাদেশ টি-২০ দল। টেস্ট সিরিজ খেলতে গতকালই দেশ ছেড়েছেন আরো আট ক্রিকেটার। এদিকে ইমার্জিং এশিয়া কাপের জন্য অনুশীলন শুরু হয়েছে। সব মিলিয়ে দেশের শীর্ষ ৪০ ক্রিকেটার এখন আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে ব্যস্ত। বলা যায়, তারকা ক্রিকেটারদের ছাড়াই আজ মাঠে গড়াতে যাচ্ছে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড।

এই রাউন্ডেই স্পষ্ট হয়ে উঠবে এনসিএলের শিরোপার সমীকরণ, যেখানে তারকা ক্রিকেটারদের হারিয়ে দলগুলোর শক্তিও কমেছে। পরস্পরের মধ্যে ব্যবধানও কমে এসেছে। তাই শেষ দিকে লড়াইটা জমে যেতে পারে।

পঞ্চম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহীর বিরুদ্ধে খেলতে নামবে খুলনা বিভাগ। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হচ্ছে বরিশাল বিভাগের। রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রো লড়বে সিলেট বিভাগের বিপক্ষে। সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

চার রাউন্ড শেষে প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা বিভাগ। চার ম্যাচে সর্বোচ্চ দুটি জয়সহ খুলনার সংগ্রহ ২৬.৪৬ পয়েন্ট। ঢাকা বিভাগ ২০.৬, রাজশাহী বিভাগ ১৩.৬১ ও রংপুর বিভাগ ৮.২২ পয়েন্ট সংগ্রহ করেছে। এই স্তরে জয়শূন্য আছে শুধু রংপুর। দ্বিতীয় স্তরে শীর্ষস্থানে রয়েছে সিলেট বিভাগ। দুটি জয় নিয়ে তারা সংগ্রহ করেছে ২২.৫৪ পয়েন্ট। এই স্তরে বাকি তিনটি দলও অন্তত একটি ম্যাচ জিতেছে। ঢাকা মেট্রো ১৭.৮, চট্টগ্রাম বিভাগ ১৭.৪২ ও বরিশাল বিভাগ ১৫.৬২ পয়েন্ট পেয়েছে।