শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এগিয়ে গেল যুব দল

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪৩

সেঞ্চুরির আফসোস নেই শামীমের

 স্পোর্টস রিপোর্টার

চাঁদপুরের ছেলে শামীম হোসেন প্রথম নজর কেড়েছিলেন অনূর্ধ্ব-১৭ দলে খেলার সময়। ২০১৫ সালে সফরকারী পশ্চিম বাংলা ক্রিকেট দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। অনূর্ধ্ব-১৯ দলে সেই খ্যাতির প্রতি ঠিক সুবিচার করে উঠতে পারছিলেন না। এখানে ব্যাটিংয়ের আলোটা জ্বলছে মূলত তৌহিদ হূদয় ও মাহমুদুল হাসান জয়ের ওপরে।

সোমবার খুলনাতে জয় ও হূদয়কে ছাপিয়ে গেলেন শামীম। যুব ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির কাছেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ৫ রানের জন্য মিস করলেন সেঞ্চুরি। তবে খেলা শেষে এই সেঞ্চুরি মিস নিয়ে তেমন আফসোস নেই এই যুবা ব্যাটসম্যানের কণ্ঠে। তার আনন্দ বরং দলকে জেতাতে পারায়, ‘আমি সেঞ্চুরির কথা ভেবে ব্যাট করিনি। আমার টার্গেট ছিল, ম্যাচটা জেতা। সেটা জেততে পারায় আর খারাপ লাগছে না।’

বেশ দাপটের সঙ্গেই অবশ্য জেতেছেন শামীমরা। খুলনায় ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সোমবার ছিল দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।

আগে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ৩১ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করেছিল। জবাব দিতে নেমে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এখান থেকে হূদয় আর শামীম অসাধারণ এক জুটি করেন। শামীম ৬১ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। অন্যদিকে ৫৬ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন হূদয়।

এই ম্যাচের পর শামীম বলছিলেন, তারা আশাবাদী যে, চট্টগ্রামে পরের ম্যাচ জেতবেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজটাও জেতে নেবেন, ‘আমরা গত কয়েকটা সিরিজ ও টুর্নামেন্টে খুব ভালো খেলছি। সেই ফর্মটা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা পরের ম্যাচ জেতব। একটা একটা করে ম্যাচ জেতে এগোতে চাচ্ছি আমরা।’

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এটা বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। এর আগে গত এক বছরের মধ্যে বাংলাদেশ দুটি বড়ো টুর্নামেন্টের ফাইনাল খেলে ফেলেছে। তাই শামীম মনে করেন, তাদের বিশ্বকাপ প্রস্তুতি খুব ভালো হয়েছে, ‘আমরা এই বছর খুব ভালো খেলছি। আমাদের ব্যাটসম্যানরা সবাই ফর্মে আছে। বোলাররাও ভালো করছে। আমি মনে করি, বিশ্বকাপে আমাদের ভালো কিছু করা সম্ভব। সেভাবেই প্রস্তুতি নিয়েছি আমরা।’

ব্যক্তিগতভাবে শামীম এ বিশ্বকাপে ভালো কিছু করার মাধ্যমে পরের ধাপে পৌঁছাতে চান। তার চূড়ান্ত স্বপ্ন সিনিয়র জাতীয় দলে প্রতিনিধিত্ব করা। সেভাবেই নিজেকে তৈরি করছেন এই অলরাউন্ডার, ‘বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে ভালো করে প্রমাণ করে ঘরোয়া ক্রিকেটে ভালো করতে চাই। অবশ্যই স্বপ্ন তো জাতীয় দলে খেলা। সে জন্য আমি ধাপে ধাপে এগোতে চাই।’