শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজ শুরু এমার্জিং কাপ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

এক বছর পর আবার বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে এমার্জিং দলগুলোর এশিয়া কাপ। এই টুর্নামেন্টের চতুর্থ আসর আজ শুরু হচ্ছে কক্সবাজার ও বিকেএসপির চারটি ভেন্যুতে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার আটটি দেশ। এর মধ্যে টেস্ট খেলুড়ে চারটি দেশের অনূর্ধ্ব-২৩ দল এবং বাকি চারটি দেশের মূল দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

টুর্নামেন্টের প্রথম দিন বিকেএসপির চার নম্বর মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেএসপির ৩ নম্বর মাঠে ভারত ও নেপাল লড়বে। এই চারটি দেশ খেলবে ‘বি’ গ্রুপে। অন্য দিকে ‘এ’ গ্রুপের দুটি খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজারের দুটি ভেন্যুতে।

গ্রুপপর্ব শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল। আর ২৩ নভেম্বর মিরপুরেই অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্ট থেকে শেষ সময়ে নাম প্রত্যাহার করে নিয়েছে আরব আমিরাত দল। তাদের বদলে এখানে অংশ নিচ্ছে নেপাল। এই রদবদলে কিছুটা পরিবর্তন এসেছে সূচিতেও। বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশ শক্তিশালী দলই দিয়েছে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া দলে নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, আবু হায়দার রনির মতো জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা থাকছেন। দলে আছেন মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহেদী হাসান, সুমন খান, ইয়াসির আলী চৌধুরীর মতো তরুণ ক্রিকেটাররা। এবারের টুর্নামেন্টে অন্যতম ফেবারিট মনে করা হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে। ভারতীয় দলের অধিনায়ক নিজেও বলেছেন, বাংলাদেশ এবারের অন্যতম ফেবারিট।

এমার্জিং

এশিয়া

কাপ

গ্রুপিং

‘এ’ গ্রুপ : শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ওমান

 

‘বি’ গ্রুপ : বাংলাদেশ, ভারত, হংকং, নেপাল

 

সূচি

তারিখ                ম্যাচ                               ভেন্যু

১৪ নভেম্বর          শ্রীলঙ্কা-ওমান                   কক্সবাজার অ্যাকাডেমি

১৪ নভেম্বর          পাকিস্তান-আফগানিস্তান      কক্সবাজার

১৪ নভেম্বর          ভারত-নেপাল                   বিকেএসপি-৩

১৪ নভেম্বর          বাংলাদেশ-হংকং               বিকেএসপি-৪

১৬ নভেম্বর          শ্রীলঙ্কা-পাকিস্তান              কক্সবাজার

১৬ নভেম্বর          আফগানিস্তান-ওমান           কক্সবাজার অ্যাকাডেমি

১৬ নভেম্বর          বাংলাদেশ-ভারত              বিকেএসপি-৩

১৬ নভেম্বর          হংকং-নেপাল                   বিকেএসপি-৪

১৮ নভেম্বর          শ্রীলঙ্কা-আফগানিস্তান         কক্সবাজার অ্যাকাডেমি

১৮ নভেম্বর          পাকিস্তান-ওমান                কক্সবাজার

১৮ নভেম্বর          ভারত-হংকং                     বিকেএসপি-৪

১৮ নভেম্বর          বাংলাদেশ-নেপাল             বিকেএসপি-৩

২০ নভেম্বর          ১ম সেমিফাইনাল              মিরপুর

২১ নভেম্বর          ২য় সেমিফাইনাল              মিরপুর

২৩ নভেম্বর          ফাইনাল                          মিরপুর