বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়ে বাছাইপর্ব শেষ অদম্য ইতালির

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:০২

গ্রুপসেরা স্পেন

g স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ৯টি ম্যাচেই জেতায় ‘জে’ গ্রুপের সেরা হয়ে আসছে বছরে ইউরোয় খেলা নিশ্চিতই ছিল ইতালির। তবু শেষ ম্যাচে তাদের নির্মমতা থেকে রেহাই পায়নি রোমানিয়া। হেরেছে ৯-১ গোলের বিশাল ব্যবধানে। দিনের অন্য ম্যাচে স্পেন ৫-০ ব্যবধানে মেসিডোনিয়ার বিপক্ষে জিতে ‘এফ’ গ্রুপে নিজেদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছে।

গত সোমবার রাতে নিজেদের মাঠে রবার্তো মানচিনির দল এগিয়ে গিয়েছিল অষ্টম মিনিটেই। কিরো ইমোবিলের গোলটির পরের মিনিটেই নিকোলো জানিয়োলো ব্যবধান বাড়ান। ম্যাচের ঘণ্টার কাটা পেরোনোর কিছু পরেই ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান দুজনেই। মাঝে বারেলা লক্ষ্যভেদ করেছিলেন। এরপর ৭২ থেকে ৮১ মিনিটে রামাগনোলি, জর্জিনহো, অরসোলিনি ও চিয়েসা লক্ষ্যভেদ করলে দুর্দশা আরো বাড়ে সফরকারী দলটির। দূরপাল্লার শটে বাবাইয়ান গোল করে অবশ্য রোমানিয়ার হয়ে ব্যবধান কমান। এদিকে স্পেন এফ গ্রুপের শেষ ম্যাচে জেরার্ড মোরেনোর জোড়া গোলের সঙ্গে ফ্যাবিয়ান রুইজ, মিকেল ওইয়ারজাবালের লক্ষ্যভেদ আর মিগুয়েল রাসের আত্মঘাতী গোলের সুবাদে বড়ো জয় পায়। এই জয়ের ফলে ১০ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল হয়েই ইউরোয় উতরে গেছে দলটি। আর দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের সংগ্রহ সমান ম্যাচে ২১ পয়েন্ট।