শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরের অধিনায়ক নবি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় সংবাদ সম্মেলন। দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তারা দীর্ঘ সময় অপেক্ষায় থাকলেন মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে। পৃষ্ঠপোষক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির আসার পরই গতকাল রংপুর রেঞ্জার্সের জার্সি উন্মোচিত হয়।

গতকাল সংবাদ সম্মেলনে দলের নতুন টিম ডিরেক্টর, নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দলটি। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির হাতেই বঙ্গবন্ধু বিপিএলে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে রংপুর। শুরুতে আকরাম খান থাকলেও নতুন করে রংপুরের টিম ডিরেক্টর পদে এসেছেন বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ।

অধিনায়কের দায়িত্ব পেয়ে খুশি নবি। এবারের বিপিএলে রংপুরের হয়ে ভালো কিছু করতে চান তিনি। গতকাল সংবাদ সম্মেলনে নবি বলেছেন, ‘রংপুরের রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার ওপর বিশ্বাস রাখায় ম্যানেজমেন্টকে ধন্যবাদ। টুর্নামেন্টে দলের সেরা কম্বিনেশন খুঁজে পেতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দলে বেশির ভাগ বাংলাদেশি ক্রিকেটার তরুণ, বিদেশি অভিজ্ঞ ক্রিকেটার আছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

পেস আক্রমণে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও পাকিস্তানি জুনায়েদ খানকে পাচ্ছে রংপুর। এই বোলিং আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত নবী। রংপুরের অধিনায়ক গতকাল বলেছেন, ‘হ্যাঁ, এটা আমাদের বোলিং বিভাগের জন্য একটি ভালো সুবিধা। ওরা থাকায় আমাদের দল একটি ভালো শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনায়েদ খান আছে, সে-ও খুবই ভালো। এটা একটি শক্তিশালী বোলিং বিভাগ। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। এবং বোলিংটা ভালো করতে চেষ্টা করব।’