শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়ে ফিরল আর্সেনাল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট হ্যামকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। এরপর দলটির অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেডি লিউনবার্গ জানিয়েছেন, ‘প্রতিটি ম্যাচ ধরে উন্নতি করাই লক্ষ্য তার দলের।’

গত সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো হয়নি আর্সেনালের। তবে ৩৮ মিনিটে গোল হজম করে বসে দলটি। অ্যাঞ্জেলো অগবোন্নার হেড আর্সেনাল ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদল করে জড়িয়ে যায় জালে। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারী দলটি।

তবে দ্বিতীয়ার্ধে নয় মিনিটের ঝড় গানারদের জয় নিশ্চিত করে। ৬০ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির সমতাসূচক গোলটির ছয় মিনিট পর নিকোলাস পেপের গোলে ব্যবধান বাড়ায় তারা। ৬৯ মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে ম্যাচটা স্বাগতিকদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় কোচ লিউনবার্গের শিষ্যরা।

২৯ নভেম্বর দলটির দায়িত্ব নেয়ার পর এটি ফ্রেডির প্রথম জয়। তবে তিনি জানালেন, সেরা ফর্মের ধারেকাছেও নেই তার দল, ‘আমি যেমনটা চাই তার কাছেও নেই আমরা। অনেক কিছুই গোছানো বাকি এখনো। আমি টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। খুব বেশি সম্পদ নেই আমার। আমাকে প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে বলা হয়েছে।’

তবে জয়ের স্বাদটা ঠিকই তৃপ্তি দিচ্ছে আর্সেনালের অন্তর্বর্তীকালীন কোচকে, ‘জয়টা অসাধারণ একটা অনুভূতি এবং এটা হেরে যাওয়ার চেয়ে ঢের ভালো। ক্লাবটাকে ভালোবাসি আমি। আমাদের অনেক কাজ করতে হবে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে জয়হীন থেকে এদিন ম্যাচটা শুরু করেছিল। ১৯৭৭ সালের পর এত বাজে কখনোই খেলেনি আর্সেনাল। ফলে দলের ওপর চাপটাও ছিল বেশ। সেই চাপ জয় করে ম্যাচটাও জিতে বের হওয়ায় খেলোয়াড়দের চারিত্রিক দৃঢ়তার তারিফই করলেন সাবেক আর্সেনাল উইঙ্গার। তিনি বলেন, ‘এই খেলোয়াড়রাই এদিন অনেক চাপে ছিল। তবে ম্যাচটা জেতার জন্য মানসিক শক্তিটা ঠিকই ছিল তাদের মধ্যে।’

জয়ের কৃতিত্বটা খেলোয়াড়দের মাঝেই ভাগ করে দিলেন কোচ। তিনি বলেন, ‘এ কৃতিত্ব পুরোটাই খেলোয়াড়দের। তারা দারুণ খেলেছে। আর আমি কেবল তাদের পথ দেখিয়েছি। প্রথমার্ধে ধীরগতির ছিলাম আমরা। আমরা দৌড়াইনি এবং এটা আত্মবিশ্বাসহীনতা থেকেই হয়েছে কিন্তু দ্বিতীয়ার্ধে যেমনটা চেয়েছিলাম তেমনই খেলেছি আমরা।’