শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ্বিতীয় ওয়ানডে আজ

‘পালটা লড়াই চালাবে ভারত’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৪১

অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন ভারত আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেপালটা লড়াইচালাবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলাটি।

মুম্বাইয়ে গত মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হারে ভারত। ডেভিড ওয়ার্নার ফিঞ্চের অপরাজিত শতকে এমন বড়ো জয় সম্ভব করে অস্ট্রেলিয়া। তারপরও ফিঞ্চ ভারতের সামর্থ্যকে হালকা করে দেখছেন না। প্রসঙ্গে ফিঞ্চ বলেন,‘কোনো সন্দেহ নেই তারা পালটা লড়াই চালাবে। তারা ভালো একটি দল যাতে আছে বিশ্বমানের কিছু খেলোয়াড়।

যদিও স্বাগতিক শিবিরের জন্যে দুঃসংবাদ হয়ে এসেছে চোটের কারণে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের দল থেকে ছিটকে পড়া। অথচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ঘুরে দাঁড়াতে হলে আজ রাজকোটের ম্যাচটিতে জিততেই হবে বিরাট কোহলিদের।

এদিকে কোহলিকে তিন নম্বরে ফিরিয়ে আনা হবে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। শিখর ধাওয়ান কে এল রাহুলকে দলে জায়গা করে দিতে মুম্বাইয়ে তিনি চারে নেমে গিয়েছিলেন। ভারতের ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কোহলিকে চারে পাঠানোভুলছিল। তাই আজ রাজকোটে তাকে তিনে দেখা যাবে। পরিসংখ্যান বলছে চার নম্বরে কোহলির পারফরম্যান্স কখনোই ভালো ছিল না।

অজিদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারতীয় বোলারদের পারফরম্যান্স খারাপ থাকায় নবদীপ সাইনিকে এনে ধার বাড়ানোর চেষ্টা চলছে। সাইনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভালো করেছিলেন। এছাড়া স্পিন ভেল্কি দেখাতে আছেন রবীন্দ্র জাদেজা।