শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শুভ সূচনার অপেক্ষায় বাংলাদেশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

মুশফিকুর রহিম থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ; অনেক অধিনায়ককেই এই চাপটা নিতে হয়েছে। বলা হয়েছে, সময়ের সেরা যুব দল তারা। কিন্তু স্বপ্নটা কেউ পূরণ করতে পারেননি। আজ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। সেই স্বপ্নটা সত্যি করতে আজ থেকে আরেকটা মিশন শুরু করছে বাংলাদেশ যুব দল। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের পথচলা শুরু করবে আকবর আলীর দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে দলের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বললেন, তার দলের ছেলেরা এই বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। গত দুই বছরে বিশ্বের নানা প্রান্তে ভালো খেলার যে অভিজ্ঞতা হয়েছে, এবার সেটা কাজে লাগাতে চায় যুব দল। আর এই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যে নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে, সেটাকেও তারা ঝেড়ে ফেলতে পারবেন বলে বিশ্বাস করেন কায়সার।

গত দুই বছরে বাংলাদেশ তিনটি যুব টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। দেশে ও দেশের মাটিতে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে তারা। কায়সার বলছিলেন, এই সব অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তার দল, ‘আমাদের ছেলেরা খুব ভালোভাবে প্রস্তুত। গত দুই বছর আমরা এই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছি। দলের ছেলেরা খুব ভালো অবস্থায় আছে। আমরা আশা করছি, বিশ্বকাপ থেকে ভালো কিছু নিয়ে ফিরতে পারব।’

যদিও সর্বশেষ অনুশীলন ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। কিন্তু এটা খেলোয়াড়দের মানসিকতা খারাপ করবে বলে ম্যানেজার মনে করেন না। তিনি বলছিলেন, ‘ঐ দিন উইকেটটা আসলেই খারাপ ছিল। শুরুতে বাজে ধরনের মুভমেন্ট ছিল। এটাকে আমরা অজুহাত দিচ্ছি না। তবে ঐ ম্যাচটা ছেলেরা ভুলে গেছে। এ নিয়ে বেশি ভাবছে না কেউ।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই এখানে আছে বাংলাদেশ যুব দল। নিজেদের উদ্যোগে দুটো ম্যাচও খেলেছে তারা। আগামীকাল তাদের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের এই যুব দলের বিপক্ষে বাংলাদেশ দল আগে কখনো খেলেনি। তারপরও কায়সার বলছিলেন, তারা দলটা সম্পর্কে ভালো খোঁজ-খবর নিয়েছেন, ‘জিম্বাবুয়ে দলটা এখানে এসে একটা ট্রাই নেশন টুর্নামেন্ট খেলেছে। আমরা ঐ টুর্নামেন্টের ভিডিওগুলো সংগ্রহ করেছি। ওগুলো দেখে নিজেদের করণীয় ঠিক করেছি। আমরা মনে করি, জিম্বাবুয়েকে নিয়ে আমাদের হোমওয়ার্ক ভালো আছে।’

বাংলাদেশের এই দলটাকে নিয়ে আশা আছে সবার মধ্যে। খোদ আইসিসির প্রিভিউতে বলা হয়েছে, এই দলটা এবার সেরা হওয়ার চ্যালেঞ্জ নিতে এসেছে। এসব প্রত্যাশা উলটো দলকে চাপে ফেলে দেওয়ার ভয় থাকে। তবে কায়সার বলছিলেন, তারা দলকে কোনোরকম চাপে রাখছেন না, ‘আমরা চেষ্টা করছি, এসব আলোচনা থেকে ওদের দূরে রাখতে। আমরা কোনো চাপ দিচ্ছি না। এই পর্যায়ে ওরা খেলা উপভোগ করলেই আমরা খুশী। আর সবচেয়ে বড়ো কথা, এই দলের খেলোয়াড়রা সবাই জানে, তাদের কী করতে হবে। সবাই অনেক পরিণত। তাই ওরা ওদের কাজটা নিয়েই ব্যস্ত আছে।’