বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টোকিও অলিম্পিক ২০২১-এর জুলাইয়ে

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:০৫

স্পোর্টস ডেস্ক

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি আকার ধারণ করার কারণে ইতিমধ্যে স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিক আগামী বছরের ২৩ জুলাই শুরু হবে। এটি চলবে ৮ আগস্ট পর্যন্ত।

গতকাল সোমবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড সভা করে এ সিদ্ধান্ত নেয়।

জাপানের টোকিওতে ২৪ জুলাই গেমসটি শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী বছরে গেলেও এটিকে টোকিও ২০২০ নামেই ঢাকা হবে। আইওসির সিদ্ধান্ত অনুসারে এ বছরের ২৫ আগস্ট শুরু হতে যাওয়া প্যারা অলিম্পিক গেমস হবে ২০২১ সালের ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আইওসি সভাপতি থমাস বাখ বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস টোকিও ২০২০-এর সাংগঠনিক কমিটি, টোকিওর মেট্রোপলিটন সরকার, জাপান সরকার এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা নজিরবিহীন এই সংকট মোকাবিলা করতে পারব।’ অ্যাথলিটদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে গেমসের সঙ্গে সংশ্লিষ্ট বড়ো দেশগুলোর চাপেই মূলত অলিম্পিক গেমসটি স্থগিত করা হয়েছিল।