শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাভাস্কার দিলেন ৫৯ লাখ রুপি

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

গোটা বিশ্বের মতোই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে ভারত। করোনা মোকাবিলায় দেশটির সরকারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। বড়ো অঙ্কের অর্থ সাহায্য করেছেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, সৌরভ গাঙ্গুলির মতো সাবেকরা। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

ভারতের প্রধানমন্ত্রী ও নিজ রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কর্তৃক গঠিত রিলিফ ফান্ডে ৫৯ লাখ রুপি দান করেছেন গাভাস্কার। অবশ্য বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি গাভাস্কার। মুম্বাইয়ের সাবেক অধিনায়ক আমল মজুমদারের টুইটে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়। তার টুইটের বরাত দিয়ে ‘এনডিটিভি’ জানিয়েছে, গাভাস্কারের দান করা ৫৯ লাখ রুপির মধ্যে ৩৫ লাখ রুপি প্রধানমন্ত্রীর ফান্ডে এবং বাকি ২৪ লাখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ফান্ডে দেওয়া হয়েছে।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন।