বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন আশায় আজ ফিরছে বার্সেলোনা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৭

গেলো মৌসুমে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে - ব্যবধানে হারের পর থেকেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় কাটছে বার্সেলোনার। সে রেশ কাটেনি এখনো পর্যন্ত। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে কাতালান দলটি। পুরনো ব্যর্থতা ভুলে নতুন মৌসুমে নতুনভাবে শুরু করতে চায় বার্সেলোনা, বলেছেন দলটিতে নতুন যোগ দেয়া মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। আশায় আছেন কোচ রোনাল্ড কোম্যানও।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোম্যানকে ম্যাচের চেয়ে খেলোয়াড় কেন্দ্রিক প্রশ্নের উত্তরই দিতে হয়েছে বেশি। লুই সুয়ারেজের বিদায়ে মেসি ব্যথিত হলেও ব্যাপারটাকে স্বাভাবিক চোখেই দেখছেন কোম্যান। জানাচ্ছেন, এর ফলে পেশাদারিত্বে ছেদ পড়েনি মেসির।

তিনি বলেন, ‘এক বন্ধু ক্লাব ছেড়ে যাচ্ছে, মেসির খারাপ লাগাটাই স্বাভাবিক। তাকে একটি বারের মতোও ম্যাচের জন্যে অপ্রস্তুত বলে মনে হয়নি। সে দারুণ নিবেদন দেখাচ্ছে, নিয়ে আমার কোন সন্দেহই নেই।

এদিকে আর ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার আগে মিডফিল্ডার পিয়ানিচ জানালেন পুরনো স্মৃতি মাটিচাপা দিতে বদ্ধপরিকর দল। তার ভাষ্য, ‘লিসবনে যা ঘটেছিল এবার তার প্রতিশোধ চায় দল। এটাও দেখাতে চায় যে, লিসবনে সে রাতে কেবলই একটা দুর্ঘটনা ঘটেছিলো মাত্র।