শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাতারের বিপক্ষে ‘প্রত্যাশা নেই’ বাংলাদেশের

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার

বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বলেছেন, ‘কাতারের সঙ্গে আমাদের তুলনা হয় না। ওরা এশিয়ার এক নম্বর দেশ। যেহেতু বিশ্বকাপ বাছাই আমাকে খেলতে হবে। আজকে খেলি আর কালকে খেলি। আমিও কাতারে অনুশীলনের ফ্যাসিলিটিস পেয়েছি তাই এ সুযোগটা নিলাম। রেজাল্ট যা হবার তাই হবে। আমরা পরের ম্যাচ (আফগানিস্তান ও ভারত) দুটি নিয়ে নতুন করে ভাবছি। কারণ এ দুটি ম্যাচ হবে ঢাকায়। তখন আমাদের মানসিকতাও থাকবে অন্যরকম।’

গতকাল বিকালে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি কাজী সালাহউদ্দিন। নানা প্রসঙ্গ উঠে আসে। কাতারের ম্যাচের পর ঢাকায় আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। তখন হয়তো লিগ চলবে। বাফুফে সভাপতি জানিয়েছেন তিনি লিগ কমিটির সঙ্গে বসে তাদের অনুরোধ করবেন যেন লিগের খেলাটা এমনভাবে আয়োজন করা হয় যেন জাতীয় দল দশ-পনের দিন অনুশীলন করার সুযোগ পায়। ক্লাবগুলো থেকে যেন কোনো অবজেকশন না আসে। তিনি বলেন, ‘এ কারণেই বলছি ঐ দুটি ম্যাচের প্রস্তুতি হবে ঢাকায়। এখন যেমন কাতারে গিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে। তখন সেটা হবে না। প্রস্তুতি হবে ঢাকায়। সেই প্রস্তুতিটা যেন ভালোভাবে নিতে পারে।’

সালাহউদ্দিন বলেন, ‘কাতার করোনা ভাইরাসের পর লিগ শুরু করেছে। অন্য দেশও খেলা শুরু করেছে। কাতার দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলেছে। তার আগে কোস্টারিকার সঙ্গে খেলেছে। এ ধরনের দলের বিপক্ষে আমাদের ছেলেরা ভালো খেলবে আশা করছি। আমি যদি আরো নরমভাবে বলি কাতারের বিপক্ষে আমাদের বিপর্যয় কতোটা কম হয় সেটাই আমি ভাবছি।’ জেমি নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে ছিলেন না। এখনো করোনা আক্রান্ত তিনি। কাতারের বিপক্ষে মাঠে থাকতে পারবেন কি না, তা নিয়ে সালাহউদ্দিন বললেন, ‘আমি সভাপতি হিসেবে না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এটার অনেক বড় প্রভাব পড়বে। এবং এটার নেতিবাচক প্রভাবই পড়বে। কারণ নেপালের খেলার ধরন আর কাতারের খেলার ধরন এক হবে না। জেমির অনুপস্থিতিটা স্টুয়ার্ট পল কতটুকু পারবে সেটা বলা কঠিন।’